শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৮ মে ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা রানার্স কমিউনিটির উদ্যোগে শুক্রবার সকালে শহরের শেখ হাসিনা সড়কে তিতাস সেতু থেকে প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন বয়সি নারী-পুরুষসহ দৌড়বিদরা অংশ গ্রহণ করেন।

আয়োজক ও অংশ গ্রহণকারীরা জানান, সুস্থ দেহ এবং সবল মনের জীবন গড়তে দৌড়ের কোনো বিকল্প নেই। আগামী দিনে আরও বৃহৎ প্রতিযোগিতার কথা জানান আয়োজকসহ সংশ্লিষ্টরা।

1

সরজমিনে গিয়ে দেখা যায়, জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে ভোরের আলো ফুটে ওঠার আগেই শুরু হয় ম্যারাথন। শহরের শেখ হাসিনা সড়কের তিতাস সেতু থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা। পরে মনিপুর সেতু ঘুরে আবারো তিতাস সেতুতে এসে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন অংশ গ্রহণকারীরা। সুস্থ দেহ ও সবল মনের জন্যে দৌড়ের কোনো বিকল্প নেই বলে জানান তারা।

ম্যারাথন প্রতিযোগিতায় মোট দু'টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সি ১৪০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে