শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বীরগঞ্জে মৃত অবস্থায় বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৪, ০০:০০
বীরগঞ্জে মৃত অবস্থায় বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জে বন বিভাগের মৃত উদ্ধার করা বিলুপ্তপ্রায় নীলগাই -যাযাদি

দিনাজপুরের বীরগঞ্জে মৃত অবস্থায় বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার দুপুরে উপজেলার সাতোর ইউনিয়নের পালানোগাঁও বলদিয়া পুকুরপাড় হতে বিলুপ্ত প্রজাতির নীলগাইয়ের মৃতদেহটি উদ্ধার করে। নীলগাইটি মেয়ে এবং বয়স আনুমানিক দুই বছর বলে জানিয়েছে বন বিভাগ।

জাতীয় উদ্যান সিংড়া শালবনের বিট কর্মকর্তা নিরঞ্জন রায় জানান, বিলুপ্তপ্রায় নীলগাইটি উপজেলার সাতোর ইউনিয়নের পালানোগাঁও বলদিয়া পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বন বিভাগে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নীলগাইটি পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের প্রবেশ করার পর আশ্রয়ের খোঁজে চলে আসে বীরগঞ্জ উপজেলায়। আসার পথে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রেরণ করা হয় এবং ময়নাতদন্তে শেষে বনের ভিতরে মাটিতে পুঁতে রাখা হয়েছে। বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গনি জানান, বিলুপ্তপ্রায় নীলগাইটি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্যবরণ করে বলে ময়নাতদন্তে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে