সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বর্তমান সরকার উন্নয়নের রূপকার -বাঁধন এমপি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ২০ জুন ২০২৪, ০০:০০
বর্তমান সরকার উন্নয়নের রূপকার -বাঁধন এমপি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাঁন মুহাম্মদ সাইফুলস্নাহ আল মেহেদী বাঁধন এমপি - যাযাদি

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুলস্নাহ আল মেহেদী বাঁধন বলেছেন, 'বর্তমান সরকার উন্নয়নের রূপকার। প্রতিটি খাতের উন্নয়নের লক্ষ্যে যা যা করা দরকার বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন। উন্নয়নের এই ধারাবাহিকতায় দেশের প্রতিটি পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'

বুধবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

1

তালোড়া পৌর অডিটরিয়ামে পৌরসভার ৫০ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ১৮৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার ক্যাশিয়ার আনোয়ার হোসেন।

পৌর মেয়র আব্দুল জলিল খন্দকারের সভাপতিত্বে ও প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নব, থানার অফিসার ইসচার্জ সনাতন চন্দ্র সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া পৌর আ'লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, প্রধান শিক্ষক সামছুল ইসলাম, নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরদার, শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে