বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ধুনটে জমি বিরোধে সংঘর্ষ আহত ৪

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২৩ জুন ২০২৪, ০০:০০
ধুনটে জমি বিরোধে সংঘর্ষ আহত ৪

বগুড়ার ধুনটে এক আইনজীবীর জমি দখলের চেষ্টা করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন বেলকুচি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৭), একই গ্রামের হায়দার আলীর ছেলে মাওলা বক্স (৩৫), আব্দুল হালিম (৩৫) ও রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম শাহীন (৫০)। আহতদের মধ্যে নুরুল ইসলাম ও শহীনকে বগুড়ার হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

1

এ ঘটনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাজ্জাকুল কবির বিদু্যৎ বাদী হয়ে তার বড় ভাই রফিকুল ইসলাম শাহীনসহ আটজনকে আসামি করে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

ধুনট থানার ওসি সৈকত হাসান হাসান জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে দ্রম্নত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে