বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ববি ক্যাম্পাসে সাপের উপদ্রব থেকে রক্ষায় আলোচনা

বরিশাল অফিস
  ২৩ জুন ২০২৪, ০০:০০
ববি ক্যাম্পাসে সাপের উপদ্রব থেকে রক্ষায় আলোচনা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে 'সাপের উপদ্রব থেকে প্রতিকারে করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় অনলাইনে জুম পস্ন্যাটফর্মে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. গুলশান আরা লতিফা। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশেষ আলোচক ছিলেন ববি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, প্রক্টর ড. আব্দুল কাইউম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খোরশেদ আলম ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।

1

বক্তব্যে প্রধান অতিথি ও প্রধান বক্তা সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

এ সময় তারা বলেন, সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে ঝোপঝাড় পরিষ্কার করে রাখতে হবে এবং রাতে ক্যাম্পাসে চলাচলের জন্য উঁচু কাভারযুক্ত জুতা ও টর্চলাইট ব্যবহার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে