বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মেহেরপুরে দুরারোগ্য রোগীদের জন্য জনপ্রশাসন মন্ত্রীর অর্থ সহায়তা

মেহেরপুর প্রতিনিধি
  ২৩ জুন ২০২৪, ০০:০০
মেহেরপুরে দুরারোগ্য রোগীদের জন্য জনপ্রশাসন মন্ত্রীর অর্থ সহায়তা

দুরারোগ্য রোগে আক্রান্ত (ক্যান্সার, কিডনি ও হার্ট ডিজিজ) এমন ৫০ জন অসহায় ও দরিদ্র মানুষকে ২৩ লাখ ২০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছেন জনপ্রশান মন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

গত শুক্রবার জনপ্রশাসন মন্ত্রীর নিজস্ব বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ চিকিৎসা সহায়তার চেক রোগীদের হাতে তুলে দেন তিনি। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাশেম, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

1

চেক বিতরণের পূর্বে জনপ্রশাসন মন্ত্রী বলেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। কোন মানুষ এখন আর বিনা চিকিৎসায় মারা যায় না।

সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা অব্যাহত আছে। এছাড়াও কমিউনিটি ক্লিনিকে গ্রামের মানুষ সর্বোচ্চ সেবা নিতে পারছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে