বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মধুমতি নদীতে দুরন্ত শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  ২৩ জুন ২০২৪, ০০:০০
মধুমতি নদীতে দুরন্ত শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস!
মধুমতি নদীতে দুরন্ত শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস!

শৈশব মানেই দুরন্তপনা, ছুটোছুটি, উলস্নাস আর উচ্ছ্বাস। সময়ের সঙ্গে সঙ্গে শৈশব পেরোয়। নতুন প্রজন্ম শৈশবে দলবেঁধে মেতে ওঠে আড্ডা, আনন্দ, খেলাধুলা ও দুরন্তপনায়। প্রচন্ড গরমে একদল শিশু নদীতে নেমে অবাধ ও বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে। শৈশবের উলস্নসিত দুরন্তপনার এই ছবিটি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীর এলাংখালী ঘাট এলাকা থেকে তুলেছেন আমাদের প্রতিনিধি এস আর এ হান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে