বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

অভয়নগরে সেবাদান ও ফিরিয়ে দেওয়ার শর্তে অক্সিজেন সিলিন্ডার প্রদান

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  ২৩ জুন ২০২৪, ০০:০০
অভয়নগরে সেবাদান ও ফিরিয়ে দেওয়ার শর্তে অক্সিজেন সিলিন্ডার প্রদান

যশোরের অভয়নগরে ৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে ২২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'অভয়নগর বস্নাড ব্যাংক'। বিনামূল্যে বিতরণ করা সিলিন্ডারগুলো পরবর্তীতে ফিরিয়ে দেওয়ার শর্তে প্রদান করা হয়।

বৃহস্পতিবার উপজেলার নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকে ৮টি, আল-মদিনা হাসপাতালে ৫টি, এ হামিদ মেমোরিয়াল (প্রাঃ) হাসপাতালে ৫টি, এসএমসি বস্নু স্টার কেন্দ্রে (নবজাতক শিশু কেন্দ্র) ১টি, শফিকুল চেম্বারে (নবজাতক শিশু চেম্বার) ১টি ও আমার বাংলা অ্যাপসকে ২টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।

1

\হএ ব্যাপারে অভয়নগর বস্নাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, 'করোনা মহামারির সময় রোগীদের সেবাদানের লক্ষ্যে প্রচুর অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয়। সেই সময় অভয়নগরের কিছু মহৎ মানুষ ৩১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। বর্তমানে সিলিন্ডারগুলো কোনো প্রয়োজনে আসছে না। এজন্য সংগঠনের উদ্যোগে অসহায় রোগী ও নবজাতক শিশুদের চিকিৎসার জন্য ২২টি সিলিন্ডার এসব হাসপাতালকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'সেবাদানের উদ্দেশ্যে ও পরবর্তীতে ফিরিয়ে দেওয়ার শর্তে ওইসব হাসপাতাল এবং ক্লিনিকে সিলিন্ডারগুলো দেওয়া হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে