গ্রীষ্মকাল মানেই বাজারে দেশীয় ফলের সমারোহ। এ সময় আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি নানা জাতের দেশি ফলের দেখা মেলে।
তবে দেশি ফলের মধ্যে কিছু কিছু ফল আছে যেগুলো বিলুপ্ত প্রায়। এরকম একটি ফলের নাম 'ডেউয়া'।
শহরের অনেক মানুষের কাছে ডেউয়া ফল খুব একটা পরিচিত না হলেও গ্রাম-গঞ্জের মানুষের কাছে এটি একটি পরিচিত ফল।
এবড়ো-থেবড়ো আকৃতি এবং কিছুটা কাঁঠালের মতো দেখতে এই ফলটির ভেতরে হলুদ রঙের কোষ থাকে।
খেতে মিষ্টি-টক স্বাদের। ভিটামিন সি ও ক্যালসিয়ামের আঁধার বলা হয় ডেউয়া ফলকে। মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজার থেকে ছবিটি তোলা।