বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বিলুপ্তপ্রায় 'ডেউয়া' ফল

  ২৪ জুন ২০২৪, ০০:০০
বিলুপ্তপ্রায় 'ডেউয়া' ফল
ছবি : এস আর এ হান্নান

গ্রীষ্মকাল মানেই বাজারে দেশীয় ফলের সমারোহ। এ সময় আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি নানা জাতের দেশি ফলের দেখা মেলে।

তবে দেশি ফলের মধ্যে কিছু কিছু ফল আছে যেগুলো বিলুপ্ত প্রায়। এরকম একটি ফলের নাম 'ডেউয়া'।

1

শহরের অনেক মানুষের কাছে ডেউয়া ফল খুব একটা পরিচিত না হলেও গ্রাম-গঞ্জের মানুষের কাছে এটি একটি পরিচিত ফল।

এবড়ো-থেবড়ো আকৃতি এবং কিছুটা কাঁঠালের মতো দেখতে এই ফলটির ভেতরে হলুদ রঙের কোষ থাকে।

খেতে মিষ্টি-টক স্বাদের। ভিটামিন সি ও ক্যালসিয়ামের আঁধার বলা হয় ডেউয়া ফলকে। মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজার থেকে ছবিটি তোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে