বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কাহারোলে বৃষ্টির পানি জমে চলাচলে ভোগান্তি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৪, ০০:০০
কাহারোলে বৃষ্টির পানি জমে চলাচলে ভোগান্তি

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল বাজারে শ্যামলী ও হাসান আলী মার্কেটের সামনে দিনের পর দিন হাঁটু বরাবর বৃষ্টির পানি জমে থাকে।

জানা গেছে, একটু বৃষ্টি হলেই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাজারের বিভিন্ন জায়গার পানি এসে এই স্থানে জমা হয়ে থাকে। তাতে যানবাহনসহ পথচারীদের চলাচলে অসুবিধা হয়।

1

বর্ষা মৌসুমে আমতলা মোড় থেকে টিএন্ডটি পর্যন্ত শ্যামলী ও হাসান আলী মার্কেটে জনসাধারণ পানির কারণে প্রবেশ করতে পারে না এবং জনসাধারণ যানবাহন নিয়ে চলাচলে ভীষণ ভোগান্তিতে পড়ে যায়। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ব্যক্তিবর্গরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে