পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিষদের সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে সভাদুটি শুরু হয়।
সভাদ্বয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সহকারী কমিশনার ভূমি (অ.দা.) এস.এম. ফুয়াদ, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মো. হুমায়ূন কবির, প্রকৌশলী মোঃ ফয়সাল, নবাগত ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি সুবেদার মোঃ ইয়াহিয়া ও নায়েক সুবেদার মোঃ নুরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভাদ্বয়ে সীমান্তে পুশ ইন সহ মাদক প্রতিরোধে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে করনীয় ও উন্নয়ন কর্মকান্ডকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।