বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সৈয়দপুরে কলেজের প্রাচীর ধ্বসে শিশু শিক্ষার্থী আহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৪, ০০:০০
সৈয়দপুরে কলেজের প্রাচীর ধ্বসে শিশু শিক্ষার্থী আহত

নীলফামারীর সৈয়দপুরে শনিবার রাত ৮টার দিকে সৈয়দপুর মহিলা কলেজের সীমানা প্রাচীর ধ্বসে ফারহান হোসেন (১১) নামে এক শিশু শিক্ষার্থীর ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ভেঙে গেছে। শিশুটিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। ফারহান সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন পুরোনো মুন্সিপাড়ার ঢাকাইয়া পট্টির নিসার হোসেনের ছেলে ও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শিশুটির চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যেয়ে দেখতে পায় কলেজের ফটকের সঙ্গের একটি দেয়াল ধ্বসে শিশুটির পায়ের উপর পড়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

1

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে