কিশোরগঞ্জের কটিয়াদীতে পদ্মা অয়েল ও কীটনাশক ডিলারের দোকানে ঢুকে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ হওয়া সজিব (২৫) নামে যুবকের মৃতু্য হয়েছে।
শনিবার বিকাল চারটার দিকে জাতীয় শেখ হাসিনা বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। মৃত সজিবের চাচা মো. শুক্কুর আলী ও জালালপুর ইউনিয়ন পরিষদের চরনোয়াকান্দী (১নং) ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া মৃতু্যর খবর নিশ্চিত করেছেন। নিহত সজিব জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবু বক্করের ছেলে।
চাচা মো. শুক্কুর আলী জানান, সজিব আগে গাঁজা সেবন করত, সে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে। সজিব শুক্রবার বিকালে প্রথমে পদ্মা অয়েল ও কীটনাশক ডিলার রাধানাথ রায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল। দোকানের কর্মচারীরা বিক্রির জন্য পেট্রোল ঢালার সময় জোরপূর্বক কর্মচারীর হাত থেকে পেট্রোলসহ গ্যালন ছিনিয়ে নিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন শরীর থেকে দোকানে ছড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হলে শনিবার বিকালে মৃতু্য হয়।
এ ঘটনায় নগদ টাকা ও দোকানে থাকা মালামাল পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকের ছেলে দেবাশীষ রায় পার্থ জানান।