বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ডেঙ্গু : মৌসুমের প্রথম অভিযানে ঢাকা দক্ষিণের ৬ স্থাপনায় লার্ভা, জরিমানা

যাযাদি রিপোর্ট
  ২৪ জুন ২০২৪, ০০:০০
ডেঙ্গু : মৌসুমের প্রথম অভিযানে ঢাকা দক্ষিণের ৬ স্থাপনায় লার্ভা, জরিমানা

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মৌসুমের প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় বাড়ি ও স্থাপনাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রোববার দক্ষিণ সিটির তিলপাপাড়া, নন্দীপাড়া, খিলগাঁও, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, জুরাইন, উত্তর ও দক্ষিণ মান্ডা, গ্রিন মডেল টাউন, ব্রাইট স্কুলের আশপাশ ও সরাই মসজিদ গলি, দনিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

1

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে এদিন ২০৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় ছয়টি বাসাবাড়ি ও স্থাপনাকে ছয় মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুলস্নাহ সাদীদ ১ নম্বর ওয়ার্ডের তিলপাপাড়া এলাকায় ৫১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এসময় দুটি ভবনে মশার লার্ভা পাওয়ায় দুটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৫৬ নম্বর ওয়ার্ডের পূর্ব রসুলপুর এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন এলাকায় ১৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনার সময় দুটিতে মশার লার্ভা পাওয়ায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জনসংযোগ কর্মকর্তা নাছের আরও জানান, ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমান ৭৪ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে দুটিতে মশার লার্ভা পাওয়ায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে