ফেনীতে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবককে এবং ধারাল অস্ত্র দিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, শনিবার রাতে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন আলামিন একাডেমি স্কুলের সামনে এবং উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে মুহুরী নদীর পাড়ে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কাজীরবাগ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মো. বশির আহাম্মদের ছেলে মো. সুমন (২৩) ও মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আহসান উলস্ন্যাহর ছেলে নেজাম উদ্দিন (৪৫)।
পেশায় রাজমিস্ত্রি সুমনের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায়। সে তার পরিবারের সঙ্গে অশ্বদিয়া গ্রামের রিপনের কলোনিতে ভাড়া থাকতেন।
আর নেজাম ফেনী শহরে একটি বাড়িতে ভাড়া থেকে রাজাঝির দিঘির পাড়ে কাপড়ের ব্যবসা করতেন।
নিহত সুমনের ভাই মো. সোহেল বলেন, 'আমার ভাই কাজ শেষে সন্ধ্যায় রানীরহাট বাজারে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এ সময় সেখানে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। 'পরে কয়েকজন যুবক তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন।'