রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা, বিপাকে নিম্নআয়ের মানুষ

বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা, বিপাকে নিম্নআয়ের মানুষ

দেশের বৃহত্তর মোকাম ও অন্যতম ধান-চাল উৎপাদনকারী উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে চালের দাম। বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়েছে এ জেলায়। কিন্তু তারপরও বাড়ছে চালের দাম। কোরবানি ঈদে চালকল বন্ধে উৎপাদন কম ও ধানের দাম বৃদ্ধির অজুহাতে প্রকারভেদে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা। ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে চালের বাজারে।

নিয়ন্ত্রণহীনভাবে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন ভোক্তারা। আর বাজার মনিটরিং ব্যবস্থা জোরালো করলে সাবেক অবস্থায় চালের দাম ফিরে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ধানচাল ব্যবসায়ীরা।

1

নওগাঁ পৌর ক্ষুদ্র চালবাজার সূত্রে জানা যায়, ঈদ-পরবর্তী সময়ে প্রকারভেদে সব ধরনের চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে স্বর্না-৫ চাল বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা, কাটারিভোগ ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৫৮-৬০ টাকা, ব্রি-৪৯ ও সুফলতা ৫৫-৫৬ টাকা। ধানের দাম প্রতি মণে ১০০-১২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কাটারিভোগ ১৩৫০ টাকা, জিরাশাইল ১৩শ', ব্রি-২৮, ব্রি-২৯ ও ব্রি-৫৬ ধান ১১শ থেকে ১১৩০ টাকা মণ দরে।

ভ্যানচালক আলম হোসেন বলেন, চালের দাম বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি। মিলাতে পারছেন না সংসারের হিসাব। একই কথা বলেন, সম্র্রাট, লোকমান হোসেন, তারেকুল ইসলামসহ ২০-২২ জন নিম্ন্ন ও মধ্য আয়ের মানুষ।

জানতে চাইলে খুচরা চাল ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনের ব্যবধানে বাজারে সব ধরনের চালের দাম ঊর্ধ্বগতি। বাজার প্রায় ক্রেতাশূন্য হওয়ায় ব্যবসায় মন্দা চলছে। চালের দাম বাড়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কষ্ট বেড়েছে। নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, হাট-বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় ধানের দাম মণ প্রতি বেড়েছে ১০০ টাকা।

অপরদিকে ঈদে চালকল বন্ধ থাকায় উৎপাদন কম হয়েছিল। এতে চালের বাজারে কিছুটা প্রভাব পড়ায় পাইকারিতে প্রতি কেজিতে ১-২ টাকা বেড়েছে। তবে আগামীতে চালের বাজার স্থিতিশীল হবে বলে দাবি তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে