রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চাঁদপুর ও মাগুরায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্ণীপুরে চোরাই মোটর সাইকেলসহ আটক ৫
স্বদেশ ডেস্ক
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুর ও মাগুরায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে ও মাগুরার শ্রীপুরে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে লক্ষ্ণীপুরের রায়পুরে চোরাই মোটর সাইকেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক মামলায় ইউপি সদস্য মাসুদ রানাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার লাউতুলী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তার মাসুদ রানা উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

1

ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, 'মাসুদ রানার বিরুদ্ধে মাদকের মামলায় ওয়ারেন্ট রয়েছে।'

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, 'ইউপি সদস্য মাসুদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার নাকোল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পলাশ খোন্দকার (২৩) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে ও ও পাভেল রহমান (৩৩) শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম জানান, শ্রীপুর থানার অন্তর্ভুক্ত নাকোল পুলিশ ক্যাম্প ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে আটকের বিষয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রায়পুরে মঙ্গলবার রাতে চোরাই মোটর সাইকেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক আসামিরা হলো- সোহেল (৩০), আনোয়ার (৩৫), আনোয়ার হোসেন প্রকাশ শামীম (২২)। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপুর জেলার কচুয়া থেকে চোরাই মোটর সাইকেল কেনার দায়ে জুয়েল (২৪) ও শামছুল হককে (৩৫) আটক করা হয়। রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে