সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোতাছিম বিলস্নাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বৃহস্পতিবার উপাচার্যের কনফারেন্স রুমে মতবিনিময়কালে প্রতিনিধি দলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও তা বাস্তবায়নের কর্মকৌশল সম্পর্কে অবহিত করেন।
আলোচনাকালে প্রতিনিধি দলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিকে বেছে নেওয়ার কথাও জানান।
মতবিনিময়কালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সফরকারী প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, শাহ্ জিয়াউল হক, যুগ্ম পরিচালক সরকার মোহাম্মদ আমীর খসরু, মোস্তাফিজুর রহমান, সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক খোকন চন্দ্র বিশ্বাস, উপ-মহাব্যবস্থাপক কামরুজ্জামান, ব্র্যাক ব্যাংক পিএলসির ই-কমার্সের সিনিয়র ম্যানেজার মো. রায়হানুল কবির, মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও রিটেইল কমার্স বিভাগের প্রধান জুবায়ের হোসেন প্রমুখ।