বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনে সনদ পেলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, ভোলা
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনে সনদ পেলেন শিক্ষার্থীরা
ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনে সনদ পেলেন শিক্ষার্থীরা

ভোলায় ৫ আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এই সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

এ সময় ভোলা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোবার স্কাউট, ফুল কুড়ি, বিএনসিসিসহ ৬০ জনের মধ্যে এই সদন বিতরণ করা হয়।

1

পুলিশ সুপার বলেন, 'ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, এটি অনেক প্রশংসনীয়। তাই আমরা তাদের কাজের স্বীকৃতিরস্বরূপ সনদপত্র তুলে দিয়েছি।' এতে তারা আরও উৎসাহিত হবে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে ট্রাফিকের দায়িত্ব পালন করে সনদ পাওয়া শিক্ষার্থী সুমনা আক্তার, রেড ক্রিসেন্টের নোমান ও ইসলামী ছাত্র আন্দোলনের জোবায়ের হোসেন জানান, 'দায়িত্ব পালনের জন্য পুলিশের পক্ষ থেকে স্বীকৃতিস্বরূপ সদনপত্র পেয়ে আমরা অনেক খুশি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে