বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় সরকারি বনভূমি দখলের অপচেষ্টায় দুর্বৃত্তরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
চকরিয়ায় সরকারি বনভূমি দখলের অপচেষ্টায় দুর্বৃত্তরা

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চকরিয়ার বরইতলী বনবিটের সরকারি বনভূমি দখলের অপচেষ্টা চালাচ্ছে একদল দুর্বৃত্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরদিন থেকে তিন দফায় এ অপচেষ্টা চালিয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে। বনবিভাগের লোকজন ও ভিলেজার এ অপচেষ্টা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের অধীন চকরিয়ার বরইতলী বনবিটের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া বেশকিছু বেত বাগান রয়েছে। এই বেত বাগান বনবিভাগের নিজস্ব অর্থায়নে সৃজন করা হয়।

1

বরইতলী বনবিট কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন থেকে বরইতলী এলাকার কিছু দুর্বৃত্ত দফায় দফায় এই বনবিভাগের বেতবাগান পরিষ্কার করতে আসে। পরে বনবিভাগের লোকজন ও ভিলেজারসহ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে