বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ভান্ডারিয়ায় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভান্ডারিয়ায় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পিরোজপুরের ভান্ডারিয়ায় যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ ছোহেল মঞ্জুর সুমন -যাযাদি

পিরোজপুরের ভান্ডারিয়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাব হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ ছোহেল মঞ্জুর সুমন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, শিকদার জাকির হোসেন বাচ্চু, শাখাওয়াত হোসেন মিঠু, সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ, জেলা বিএনপি সদস্য মো. তোহা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ।

1

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যায়যায়দিনের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর মিজান। এ সময় অতিথিরা বলেন, যায়যায়দিন আরও সামনে এগিয়ে যাক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সুনাম অর্জন করে সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখবে এই প্রত্যাশা রইল।

অনুষ্ঠান-পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত উপজেলার ধাওয়া ইউনিয়নে এমদাদুল হকের পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক তুলে দেন করেন প্রধান অতিথি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে