বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

পার্বতীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পার্বতীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

দিনাজপুরের পার্বতীপুরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে লোডশেডিং সব মিলিয়ে মানুষ এক অস্বস্তিকর অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন।

এদিকে স্থানীয় নেসকো ও পলস্নী বিদু্যৎ কর্তৃপক্ষ বলছেন বিদু্যৎ সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদু্যৎকেন্দ্রের ২য় ইউনিটের ১২৫ মেগাওয়াট ও ৩য় ইউনিটের ২৭৫ মেগাওয়াটে বিদু্যৎ উৎপাদন বন্ধ থাকায় বিদু্যৎ সংকট দেখা দিয়েছে। তবে তাপ বিদু্যৎকেন্দ্র সূত্রে জানা যায়, তাপ বিদু্যৎকেন্দ্রের যান্ত্রিক ক্রটির জন্য বন্ধ ৩য় ইউনিটটি দু-এক দিনের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে পার্বতীপুর পলস্নী বিদু্যৎ বিভাগের ডিজিএম ও নেসকোর আবাসিক প্রকৌশলী বলেন, জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় পরিমাণে বিদু্যৎ সরবরাহ না পাওয়ায় তারা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে