শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন জেলার সড়কে ৩ জনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলার সড়কে ৩ জনের মৃতু্য
তিন জেলার সড়কে ৩ জনের মৃতু্য

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। অপরদিকে গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় চালকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন লাউয়াগ্রামের জুলফিকারের ছেলে ও ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার দুই বন্ধু নয়ন ও জীবন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

1

ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে টিলাবাজার থেকে ঘাটাইল ফিরছিল। এ সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে মুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় বিদ্যুৎ মন্ডল (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। রোববার উপজেলার উজানী ইউনিয়নের রাহুথড় বাজার ব্রিজ থেকে নামতে থাকা একটি রোলার রাস্তার পাশে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য ঘটে।

স্থানীয়রা এ সময় রোলার ড্রাইভারকে আটক করে গণপিটুনি দেয়। পরে সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত বিদ্যুৎ মন্ডল একই উপজেলার বেদগ্রামের শুশেন মন্ডলের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোলার চাপায় একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তফা মিয়া নামে একজনের মৃতু্য হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন। রোববার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া (২৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার মুকদিয়া গ্রামের হোসেন মিয়ার ছেলে।

জানা যায়, রোববার ভোরের দিকে মাইক্রোবাসের এক প্রবাসী তার পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে এয়ারপোর্ট থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় সড়কে পার্কিং করা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোস্তফা মিয়া নামে ওই চালকের মৃতু্য হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে