শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন কের এলাকাবাসী -যাযাদি

গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনে সকল লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করছে এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রেখেছে। রোববার বেলা সাড়ে ১০টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে মানববন্ধন করে।

স্থানীয়রা জানান, 'রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবত কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি।'

1

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, 'গত কয়েকদিন যাবৎ এলাকাবাসী বিভিন্ন ধরনের সকল লোকাল কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছে। ব্যানার ও পোস্টার ছাপিয়ে রোববার মানববন্ধনের কথা জানিয়ে আসছিল। সে অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে