শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়াইহাজারে মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনীর হাতে সোপর্দ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আড়াইহাজারে মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনীর হাতে সোপর্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৬ পুরিয়া গাজা, ৮৫ পিস ইয়াবাসহ রিপন মিয়া (৪০)। নামে এক মাদকব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছেন এলাকাবাসী। রোববার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রাম থেকে মাদকসহ তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়। আটককৃত রিপন উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত রিপন মিয়া দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে সাথে নিয়ে অবৈধ মাদকব্যবসা করে আসছিল। এর ভিত্তিতে ঘটনার দিন এলাকাবাসী ও শিক্ষার্থীরা মিলে তার বাসায় যায় এবং তলস্নাশি চালিয়ে ২৬ পুরিয়া গাজা এবং ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরে মাদকসহ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে তারা।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে