বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

কুমিলস্নায় ৩টি দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কুমিলস্নায় শ্রমিক দলের সহ-সভাপতি পরিচয়দানকারী এক নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ২ জন -যাযাদি

কুমিলস্না দক্ষিণ জেলা শ্রমিকদলের সহ-সভাপতি পরিচয়দানকারী মাহবুব হোসেন মামুন নামের এক নেতার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে কবির হোসেন ও মুন্নী আক্তার নামের ব্যবসায়ীর প্রায় সোয়া কোটি টাকা মূল্যের তিনটি দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার নগরীর টমছমব্রিজ এলাকার একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে নগরীর গাংচর মাজার রোডের মৃত মুনছুর আলীর ছেলে কবির হোসেন ও টিক্কাচরের মৃত মোহাম্মদ আলীর মেয়ে মুন্নী আক্তার এই অভিযোগ তুলে ধরেন। দখলের বিষয়ে থানা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নগরীর চকবাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী কবির হোসেন ও মুন্নী আক্তারের মালিকানাধীন তিনটি দোকান ঘর রয়েছে। এসব দোকান মাসিক ভাড়া দিয়ে তারা জীবন-জীবিকা নির্বাহ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে শ্রমিকদলের ওই নেতা ৫০-৬০ জনের সশস্ত্র একটি দল নিয়ে দোকানঘরগুলো দখল করে তার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এর কয়েকদিন পর দোকানের ভাড়াটিয়ারা জোরপূর্বক তাদের কাছ থেকে ২০ লাখ টাকার একটি ও ২১ লাখ টাকার একটিসহ পৃথক দুটি চেক নেয়। দোকানঘর দখলের বিষয়ে ভুক্তভোগীরা থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও দখলদারকে উচ্ছেদ করতে পারেননি। বর্তমানে তারা ওই নেতা ও তার লোকদের হুমকির মুখে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। সহায়-সম্পদসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা অভিযোগ করেন।

জানতে চাইলে দখলদার মাহবুব হোসেন মামুন নিজেকে কুমিলস্না দক্ষিণ জেলা শ্রমিকদলের সহ-সভাপতি পরিচয় দিয়ে বলেন, তার কাছে দোকানঘরের মালিকানার প্রমাণ আছে, এগুলো ছাড়া কথা বলতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে