শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে চার জেলায় মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে চার জেলায় মানববন্ধন
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা -যাযাদি

মাদারীপুরে ইউপি সদস্য মহসিন আকন ও টাঙ্গাইলের মধুপুরের শিক্ষার্থী আবু বকর হত্যার বিচারের দাবিসহ বিভিন্ন দাবিতে চার জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তোভোগী ও এলাকাবাসী। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

1

মাদারীপুর সদর থানায় নিহতের মেয়ে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার মাদারীপুরের দুধখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মহাসিন আকনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পেটের নাড়িভুঁড়ি বের করে দেয় একই এলাকার হুমায়ন মুন্সি ও শাহিন মুন্সির লোকজন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। দুই দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ২০১০ সালে ৩ ফেব্রম্নয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রম্নপের সংঘর্ষে টাঙ্গাইলের মধুপুরের শিক্ষার্থী আবু বকর নিহতের পুনঃতদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার মধুপুর বাসস্টান্ডের আনারস চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে মধুপুরের গোরাবাড়ি শহীদ আবু বকর স্মৃতি সংসদ।

এ সময় বক্তব্য রাখেন- মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, আবু বকর সিদ্দিকের পিতা রুস্তম আলী, বড় ভাই আব্বাস আলী, ছোট ভাই ওমর ফারুক, আবু বকরের বন্ধু শফিকুল ইসলাম শুভ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. জুবায়ের, এস.এম সবুজ, একরামুল হক, নাসির উদ্দিন মিলন প্রমুখ।

বক্তারা, মামলা সুষ্ঠু তদন্ত করে রায় বাতিলের মাধ্যমে পুনঃবিচারের দাবি জানান।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুন্নাহারকে হুমকির প্রতিবাদে ও বিচার দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার কলেজের সামনের প্রধান সড়কে তারা ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, বিএনপির উপজেলা আহ্বায়ক মোশাররফ হোসেন অধ্যক্ষ শামসুন্নাহারকে ডেকে মানসিক নির্যাতন, প্রতিষ্ঠানের এ যাবৎকালের হিসাব-নিকাশসহ পরিচালনা কমিটিতে তার মনোনীত ব্যক্তিতে রাখার চাপ প্রয়োগে অধ্যক্ষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিচার দাবি করেন।

এতে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক খন্দকার নাজমুল হুদা, শফিকুল ইসলাম, সুফিয়া সুলতানা, আসমা খাতুন, শিক্ষার্থীদের মধ্যে আরাফাত হোসেন ও মুন্না রহমান প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পশ্চিম বারিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- সাবেক ছাত্র নেতা সিরাজুল ইসলাম মীর, শিক্ষক শওকত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, অভিভাবক আবুল কালাম তালুকদার প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক নেছার উদ্দিন বলেন, 'আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এই বিদ্যালয়টিকে আমি শ্রম ও মেধা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে