বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

আজমিরীগঞ্জের সার কিশোরগঞ্জে পাচার

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আজমিরীগঞ্জের সার কিশোরগঞ্জে পাচার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সারের সাব-ডিলার সেইকুল ইসলামের বিরুদ্ধে দিনদুপুরে অন্য জেলায় সার পাচারের অভিযোগ উঠেছে। বুধবার সকালে আজমিরীগঞ্জ পৌরসভার খেয়াঘাট দিয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখালে সার পাচার করতে দেখা যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এক জেলা থেকে অন্য জেলায় সার পাচারের নিয়ম নেই। কেউ এমনটি করলে তার ডিলারশিপ বাতিল করা হবে।

স্থানীয়দের অভিযোগ, তানভির ট্রেডার্সের স্বত্বাধিকারী সেইকুল ইসলাম আজমিরীগঞ্জের সার অন্য জেলায় পাচারের পাশাপাশি কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কৃষকদের নিকট থেকে অতিরিক্ত মূল্যও আদায় করছেন।

খেয়াঘাটে গিয়ে দেখা যায়, কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ তীর থেকে শতাধিক বস্তা এমওপিও ডিএপি সার নৌকায় তোলা হচ্ছে। এর আগে সারগুলো ট্রলিতে করে নদীর তীরে আনা হয়। আজমিরীগঞ্জ থেকে কাঠখালবাজারে সার পাঠানোর কথা স্বীকার করেছেন সেইকুল। তবে তার দাবি এ সারগুলো ডিলারশিপের নয় তাই অন্যত্র পাঠাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ বলেন, 'সার অন্যত্র নিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে