শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
৩ জেলায় আরও সাতজন আটক

বারহাট্টায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বারহাট্টায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোনার বারহাট্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছের্ যাব। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁর নিয়ামতপুর ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বার, মামলায় আসামি এবং দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছেন বিজিপি ও পুলিশ। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বারহাট্টা উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে (৫৪) ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করেছের্ যাব-১৪। খায়রুল কবির খোকন বারহাট্টার প্রেমনগর গ্রামের পরশ আলীর ছেলে।র্ যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল কবির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান জানান,র্ যাবের হাতে গ্রেপ্তারকৃত খায়রুল কবিরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় দুটি রামদা, একটি ছুরি ও একটি লাঠিসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কুমিলস্না-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার রিপন মিয়া, আমীর হোসেন, মো. হৃদয় ও আকাশ মিয়া। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইল ফোন ও কয়েকটি রাম দা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নিয়ামতপুরে নারীর নগ্ন ছবি মোবাইলে ধারণ করার অভিযোগে সবুজ আক্তার মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ি থেকে থানা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবুজ আক্তার মামুন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ভুক্তভোগী নারীর এজাহার মূলে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়। শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ( পিএলসি) মাহাবুব মর্শেদ রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে ভারতে পাচারকালে দুই পাচারকারী আটক ও স্বর্ণের বারগুলো জব্দ করে চিলমারী বিওপি। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২২), ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২৪)। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি। বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখন্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইলসহ সিম কার্ড, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে