মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সন্দ্বীপ উপকূলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সন্দ্বীপ উপকূলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বুধবার সকাল থেকে সন্দ্বীপ উপকূলজুড়ে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি বাড়লেও প্রায় ঘণ্টাখানেক পর আবারও শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এদিকে সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপকূলীয় অঞ্চলে কয়েক দফা বৃষ্টি হয়েছে। এখনো অব্যাহত রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে বইছে হালকা দমকা হাওয়া। উপজেলা আবহাওয়া অধিদপ্তরের বিএম নুরে আলম চৌধুরী বলেন, 'বুধবার গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। উপকূলীয় অঞ্চলে ২নং স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারও বৃষ্টি হতে পারে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল জানান, ঘূর্ণিঝড় 'ডানা' মোকাবিলায় উপজেলার সরকারি ১১২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুত রয়েছে। ৩ হাজার সিপিপি সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে