মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বড় ভাইদের নির্দেশে ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী হাবিবুর গ্রেপ্তার

চট্টগ্রাম বু্যরো
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
বড় ভাইদের নির্দেশে ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী হাবিবুর গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে বড়ভাইদের নির্দেশে নগরের মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হাবিবুর। মঙ্গলবার দিবাগত রাতে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান হৃদয় ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী। তিনি সেই কলেজের ছাত্রলীগের কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই নগরের পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হাবিবুর রহমান হৃদয় ও অন্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এছাড়াও তারা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি-সোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে ও ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, বড়ভাইদের নির্দেশে গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হাবিবুর। সেখানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। হাবিবুর নগরের পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হওয়ায় তাকে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে