মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে গ্রেপ্তার এড়াতে পানিতে ঝাঁপ আসামির জাল ফেলে মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদপুরে গ্রেপ্তার এড়াতে পানিতে ঝাঁপ আসামির জাল ফেলে মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেপ্তার এড়াতে বড় পুকুরে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে ছফিউলস্নাহ ওরফে ছবুর (৫৫) এক সাজাপ্রাপ্ত আসামির মৃতু্য হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শাহরাস্তি মাজার দিঘিতে জাল ফেলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছফিউলস্নাহ শাহরাস্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

জানা যায়, ছফিউলস্নাহ ওরফে ছবুর বিরুদ্ধে একটি মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। ওই সময় গ্রেপ্তার এড়াতে তিনি শাহরাস্তি মাজারের দিঘিতে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও তিনি পানির গভীরে তলিয়ে যান। একপর্যায়ে এলাকার লোকজন দীঘিতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে। শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে