নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত এক মাসের ঝড় তুফান ও ভারী বৃষ্টির কারণে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও ধানের চারা নুয়ে পড়ে মাটি ও কাদার সঙ্গে মিশে গেছে। আবার কোথাও চারা একেবারে ওঠে গেছে। ফলে আমন ধানের ফলনে ঘাটতির শংকা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার উপজেলার হাইজাদী ও ফতেপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এলাকাবাসী জানায়, গত এক মাসের মধ্যে বেশিরভাগ সময় টানা ভারী বৃষ্টি ও ঝড় তুফান ছিল। ফলে রোপা আমন ধানের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ বছর রোপা আমন ধানের ফলন ভালো হবে না। কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা কম।
আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী জানান, ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে ৬০ হেক্টর জমির রোপা আমন ধানের চারা নষ্ট হয়েছে। এ বছর রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ২২০০ হেক্টর জমি। কিন্তু ঝড় বৃষ্টি ও ভারি বর্ষণের কারণে ৬০ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় তা ২১৪০ হেক্টরে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেই জন্য ৬০০ জনকে বিভিন্ন সবজির বীজ দেওয়া হবে।