রাজশাহী শিশু পুনর্বাসন কেন্দ্র স্থানান্তর পরিকল্পনার প্রতিবাদসহ বিভিন্ন দাবি নিয়ে ৫ জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর বেলাবো, নীলফামারীর সৈয়দপুর ও নোয়াখালীর সুবর্ণচরে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
রাজশাহী অফিস জানিয়েছে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র রাজশাহীর সেন্টার নাটোরে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে উপকারভোগী শিশুদের অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ প্রতিবাদ জানায়। একই সঙ্গে এ উদ্যোগের মূলহোতা উপপ্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে অপসারণের দাবি জানায় তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, 'রাজশাহীর প্রতিষ্ঠান অবশ্যই রাজশাহী রাখতে হবে। প্রয়োজন হলে নাটোরে নতুন করে চালু করা হোক। মূলত প্রতিষ্ঠানটির উপপ্রকল্প পরিচালক তার চেয়ারে বসে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আগামী সাত দিনের মধ্যে তাকে অপসারণ করা না হলে রাস্তায় নামাতে বাধ্য হব আমরা।'
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির জাবির আল মাহমুদকে গুম ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিন্নাবাইদ কন্দুর বাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন। মানববন্ধনে জাবির আল মাহমুদের পিতা জাহাঙ্গীর আলম বলেন, গত ৩০ অক্টোবর পূর্ব শত্রম্নতার জেরে কতিপয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। জানতে পেরে তিনি শিবপুর সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। এরপর বাড়ি ফিরে এসে জানতে পারেন তার ছেলেকে গুম করে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি পৌর শাখার সভাপতি রশিদুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহীন আকতার ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় ২০টি ইটভাটা। যার বেশির ভাগে পোড়ানো হচ্ছে কাঁচাকাঠ। অবাধে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, ক্ষতির মুখে পড়েছে কৃষি। কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। নিরুপায় হয়ে ইটভাটাগুলো বন্ধের দাবিতে রাস্তায় নেমেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সুবর্ণচরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন সুমন, রিয়াজ উদ্দিন শাকিল, চরআমান উল্যাহ এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি আরমান হোসেন, ওমর ফারুক, নুরুল আলম শামীম প্রমুখ।