কক্সবাজারের চকরিয়ায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জমির মালিক আজিজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার আদালতে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত ওই বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেছেন।
জানা যায়, উপজেলার সাহার বিল ইউনিয়নের কোরালখালী এলাকার বাসিন্দা মৌলভী আবদুল মোনায়েম ১২০ শতক জমি কেনেন। এছাড়া তার স্ত্রী রশিদা বেগম ৯০ শতক জমির মালিক হন। স্বামী মারা যাওয়ার পর সমুদয় জমি রশিদা বেগম ১০ বছরের জন্য জনৈক হেলাল উদ্দিনকে চুক্তিপত্রের মাধ্যমে ইজারা দেন। জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় আলমগীর, রিদুয়ান, রেজাউল করিম, মাহফুজুল ইসলামসহ ১৫-২০ জন গত ২০ অক্টোবর অতর্কিত জমিতে পিলার নির্মাণের কাজ শুরু করেন। বাঁধা দিলে তারা জমির মালিককে মারধরের হুমকি দেন। এ ঘটনায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ১৪৪ ধারা জারী করেন। এছাড়া পুলিশকে উভয়পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।