বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

ঝালকাঠি প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

ঝালকাঠির রাজাপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে একই মোটর সাইকেলে থাকা আরও দুইজন শিক্ষার্থী। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর নামক এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। নিহতের খবর নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।

1

নিহত জুয়েল উপজেলার কাঠিপাড়া গ্রামের লোকমান খন্দকারের ছেলে ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

ঘটনার রাতে জুয়েল তার দুই বন্ধু নিলয় কাজী এবং সোহানকে নিয়ে নৈকাঠি থেকে মোটর সাইকেলে রাজাপুর যাচ্ছিল। বারবারাকপুর নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিতসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে