শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে ১২ জেলে আটক, ইলিশ জব্দ দোহাজারীতে রেলের উচ্ছেদ

স্বদেশ ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে ১২ জেলে আটক, ইলিশ জব্দ দোহাজারীতে রেলের উচ্ছেদ
চাঁদপুরে ১২ জেলে আটক, ইলিশ জব্দ দোহাজারীতে রেলের উচ্ছেদ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলেকে আটক ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের দোহাজারীতে রেলের উচ্ছেদ অভিযানে ১৩ কোটি টাকার জমি উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ১২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. ইকবাল। এদের মধ্যে চার জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা, পাঁচ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তিন জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- একরাম মোলস্না (১৮), নাজমুল হাসান (২০), শহর আলী (১৯) ও জুম্মান হাওলাদার (১৯)। নিয়মিত মামলার আসামিরা হলেন- রাজু সৈয়াল (২২), মো. মাইনুদ্দিন (৩৮), মো. কাশেম বকাউল (৪৫), মো. আলমগীর গাজী (২৪), মো. মুছা কালিমুলস্নাহ (২৫)। মুচলেকা রেখে ছেড়ে দেওয়া কিশোর জেলেরা হলো- সাকিব সৈয়াল (১৫), হাবিব ছৈয়াল (১৬) ও নাইম হোসেন (১৩)।

নৌ পুলিশ জানায়, টাস্কফোর্সের সহযোগিতায় নৌ পুলিশ দিনগত রাত থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় লাখ মিটার কারেন্টজাল, মা ইলিশ ৪২ কেজি ও ৩টি পুরাতন মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১ দশমিক ২৮ একর ভূমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যার বতর্মান বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে দোহাজারী রেলওয়ে মাঠের পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২০টির মত টিনশেড ঘর ও দোকানঘর উচ্ছেদ করে ১ দশমিক ২৮ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধার করা জমির বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। উদ্ধারকৃত জমি পুনর্দখল প্রতিরোধে রক্ষণাবেক্ষণ করতে রেলের নিরাপত্তা বাহিনী ও প্রকৌশল বিভাগ যাতে যথাযথ ব্যবস্থা নেয় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।

অভিযানে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা শহীদুজ্জামান, কানুনগো সোলায়মান হোসেন, দোহাজারী স্টেশন মাস্টার ইলিয়াছ চৌধুরী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক বিলস্নাল হোসেন, উপপরিদর্শক সুজন শর্মা, চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক জয়নাল আবেদীন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে