সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাণীনগরে বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

পাঁচ জেলায় আরও আটক ৮
স্বদেশ ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
রাণীনগরে বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
রাণীনগরে বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় আ'লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে টাঙ্গাইলের ধনবাড়ী, পটুয়াখালীর গলাচিপায়, মেহেরপুরের গাংনী, নেত্রকোনার কলমাকান্দা ও হবিগঞ্জের মাধবপুরে আটজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ-যুবলীগের তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট রাতে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও আগুন ধরে দেওয়ার অভিযোগে এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা উপজেলার বিষ্ণপুর গ্রামের হারুনুর রশিদ হিরুকে (৪০) মঙ্গলবার দুপুরে সদরের রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় আওয়ামী লীগ নেতা উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং এ ঘটনার সঙ্গে জরিত সন্দেহে উপজেলার পাকুড়িয়া গ্রামের ফজলু আকন্দের ছেলে যুবলীগ নেতা আব্দুর রউফ বিদু্যৎকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

1

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সবুজ নূর আলম পাপন ও অপর মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম শহিদুলস্নাহ জানান, সোমবার রাতে ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো-ধনবাড়ীর নলহরা এলাকার মীর হুমায়ূন কবীর হীরা মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী মীর সবুজ নূর আলম পাপন মিয়া (৩৬), ওয়ারেন্টভুক্ত আসামি ইসপিঞ্জারপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন নিরব (৩০) ও অপর মামলার আসামি দরিচন্দবাড়ী গ্রামের শাহজাহান আলীর ছেলে শাকিল হোসেন (২৬)।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় খাবারে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে মা ও ছেলেকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। অসুস্থ মাহিনুর বেগম (৪০) ও ছেলে আজিজুল (১০) ওই গ্রামের শানু ডাক্তারের স্ত্রী ও ছেলে। এ ঘটনায় ভিকটিম মাহিনুর বেগমের মেয়ে ও হাসান খানের স্ত্রী সীমা (২২) বাদী হয়ে সোমবার রাতে গলাচিপা থানায় মাহাতাব হোসেন ও রাশেদুল মৃধার নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো- পার্শ্ববর্তী আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গেরাবুনিয়া গ্রামের দেলোয়ার হোসেন মৃধার ছেলে মাহাতাব হোসেন (৩৬) ও গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হাবিব মৃধার ছেলে রাশেদুল মৃধা (৩৭)।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর তেতুঁলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তৌফিক মোলস্না (২৭) নামের এক মাদক পাচারকারিকে আটক করেছের্ যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি ৭০০ গ্রাম গাঁজা। মঙ্গলবার সকালের্ যাব- ১২ গাংনী ক্যাম্পের একটি টিম এই অভিযান চালায়। তৌফিক মোলস্না খাসমহল গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তলস্নাশি চালাচ্ছে যৌথবাহিনী। মঙ্গলবার সকালে অভিযানে ডেইট্টাখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে দূরপালস্নার একটি বাসের যাত্রী সাগর মলিস্নকের কাছ থেকে নিষিদ্ধ ভারতীয় তিন বোতল মদসহ তাকে আটক করা হয়। আটক সাগর মলিস্নক (২৭) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলা গ্রামের সুবোধ মলিস্নকের ছেলে।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীর ব্রিজের ওপর অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ নাজমা বেগমকে (৩৫) গ্রপ্তার করেছে পুলিশ। সে শেরপুর জেলার নকলা উপজেলার ধনাকোশা পূর্বপাড়া গ্রামের রোমান মিয়ার স্ত্রী। থানার অফিসার ইনচার্জ আব্দুলস্না আল মামুন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে