সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হাবিপ্রবি'র প্রথম প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল

হাবিপ্রবি প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
হাবিপ্রবি'র প্রথম প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের সিনিয়র শিক্ষক। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। রাষ্ট্রপতি ও হাবিপ্রবি'র চ্যান্সেলরের আদেশক্রমে চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

1

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার নাটোর জেলার অর্জুনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আলী সিকদার, মাতা সুফিয়া খাতুন। রাজশাহী বোর্ড থেকে তিনি প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরবর্তীকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে বিএসসি ইন এগ্রিকালচার ও এমএস ইন এগ্রোনমি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ডেনমার্কের ইউনিভার্সিটি অব আরহাস থেকে পোস্ট ডক সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে