সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তারাকান্দার মহাসড়কে যৌথবাহিনীর অভিযান

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
তারাকান্দার মহাসড়কে যৌথবাহিনীর অভিযান

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে বিভিন্ন অপরাধে ৭টি মামলা দায়ের করা হয়।

গত রোববার রাতে এ অভিযান পরিচালনা করে তারাকান্দা সেনাবাহিনী ও পুলিশ।

1

সংশ্লিষ্ট সূত্র জানায়, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রম্নত গতির গাড়ি, হেলমেটবিহীন মোটর সাইকেল চালক ও অতিরিক্ত মাল বহনকারী ট্রাক ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য, অবৈধ মালামাল বহনকারীকে সন্দেহজনক মনে হলে গাড়ি তলস্নাশি করা হয়।

রাতে এ অভিযান চালিয়ে বিসকা ইউনিয়নের টিলাটিয়া গ্রামের কাইয়ুম, লিটন ও সুলতানের বাড়ি থেকে ৩ হাজার ৫৩৫টি ইয়াবা জব্দ করা হয়। এরপর মোজাম্মেল (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গ্রেপ্তার মোজাম্মেলের সঙ্গে থাকা ইয়াবা বহনকারী একটি মোটর সাইকেল এ সময় জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে