সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নিজ জেলায় গণ-সংবর্ধনা পেলেন সাফজয়ী ছয় নারী ফুটবলার

সাতক্ষীরা ও ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
নিজ জেলায় গণ-সংবর্ধনা পেলেন সাফজয়ী ছয় নারী ফুটবলার
নিজ জেলায় গণ-সংবর্ধনা পেলেন সাফজয়ী ছয় নারী ফুটবলার

লাল গালিচা আর জমকালো আয়োজনে সাফ জয়ী সাতক্ষীরার কৃতী তিন নারী ফুটবলার অধিনায়ক সাবিনা, মাসুরা ও আফঈদাকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণ-সংবর্ধনা দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি সাতক্ষীরার কৃতী সন্তান অধিনায়ক ও মিডফিল্ডার সাবিনা খাতুন, দুই ডিফেন্ডার মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফেফা রেফারি তৈয়েব হাসান বাবুর সঞ্চলনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদা খন্দকার প্রান্তির বাবা খোন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।

গণ-সংবর্ধনা পেয়ে আফঈদা খোন্দকার প্রান্তি বলেন, 'যখনই আমরা সফলতা পাই আমাদের সাতক্ষীরার মানুষ সংবর্ধনা দিয়ে উৎসাহিত করে। এটি আমাদের জন্য অনেক গর্বের। খেলার ধারাবাহিকতা রেখে আগামী দিন আরও ভালো কিছু উপহার দিতে চাই।'

ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, 'খেলায় সফলতা পাওয়ার পর দেশের মানুষ আমাদের যেভাবে সাপোর্ট করে তা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। জেলার মানুষের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অনেক ভালো লাগছে।'

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, 'ক্রিকেট, ফুলবল, হ্যান্ড, ভলিবল, অ্যাথলেটিক্সসহ একশ' জনের অধিক কৃতী খেলোয়াড় রয়েছে। এসব খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এ জন্য এই জেলাকে খেলোয়াড় তৈরির উর্বর ভূমি বলা হয়। কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। খেলার মাঠ, স্টেডিয়াম, জিমনেসিয়াম, মহিলা হোস্টেলসহ বিভিন্ন সমস্যার কারণে পরবর্তী প্রজন্ম থেকে আমাদের মতো খেলোয়াড় উঠে আসতে বাধার সৃষ্টি করছে। নতুন করে যারা খেলায় আসছে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, সুযোগ-সুবিধা দেওয়া হলে জেলা থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।'

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, 'ক্রিকেটার সৌম্য-মোস্তাফিজ, ফুটবলার সাবিনা, মাসুরা ও প্রান্তির মতো অনেক কৃতী খেলোয়াড় এই জেলাকে বিশ্ব দরবারে পরিচিত করেছে। তারপরও ক্রীড়াঙ্গনে অনেক সমস্যা আছে। স্টেডিয়াম, ক্রীড়া কমপেস্নক্সসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রম্নত সমাধান করে জেলাকে এগিয়ে নিয়ে যাব।'

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, এবার নিজ জেলায় সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের তিন কৃতী খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে সংবর্ধিত করেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে শোনেন জেলা প্রশাসক। সেই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাসও দেন।

উলেস্নখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানি, সাগরিকা ও কোহাতি কিসকু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে