নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞাকে প্রধান আসামি করে ৬০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জামাল উদ্দিন বাদী হয়ে ৬০ জনের বিরুদ্ধে এ মামলা করেন, যার মামলা নং ১৬।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃতু্যবার্ষিকী পালন উপলক্ষে শোক র?্যালি বের হয়।র্ যালি বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে আসলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা উশৃঙ্খল, সন্ত্রাসীরা গেইট ভেঙে ও ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সঞ্চারসহ অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সে সময়ে আইনের দ্বারস্থ হওয়ার পরিস্থিতি ছিল না। বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে।