পাবনার ভাঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে। অন্যদিকে, পাবনার বেড়ায় ইজিবাইক মোটর সাইকেল সংঘর্ষে দুইজন ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহলস্নার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহলস্নার আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) এবং তার মেয়ে আছিয়া আক্তার (৫)।
জানা গেছে, সন্ধ্যায় ওই স্থানে রাস্তা পারাপারের সময় সাজেদা এবং তার মেয়ে আছিয়াকে উপজেলার মুনসুরাবাদ থেকে? ভাঙ্গাগামী একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার মারা যায়।
বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার বেড়ার আমিনপুরে ইজিবাইক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় পথচারী দুইজন আহত হয়। গত বুধবার রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার আমিনপুর থানা এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটর সাইকেল চালক মো. পরশ (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প (৩৫)।
আমিনপুর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে মোটর সাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাহন দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃতু্য হয়।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইটবাহী ট্রাক চাপায় সাইফা আক্তার (৩) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভুলু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইফা ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।
জানা যায়, শিশু সাইফা বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। পরে এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালক মো. আলমগীরকে (৪৫) আটক করে।