বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযান

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযান

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে নির্মিত ঝুপড়িঘর ও তামাক ক্ষেতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বনবিভাগ।

বৃহস্পতিবার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ ফাঁশিয়াখালী বনবিটের উচিতারবিল মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি ঝুপড়িঘর ও এক একর তামাক ক্ষেত গুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীন, বনবিট কর্মকর্তা খসরুল আমিন, ফরেস্ট গার্ড, সিজিপির সদস্য ও ভিলেজাররা অংশ নেন।

রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীন বলেন, 'বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে