বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে :শামীমুর রহমান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে :শামীমুর রহমান
বাগেরহাটের রামপালে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামিমুর রহমান -যাযাদি

কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামিমুর রহমান বলেছেন, 'দেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে।'

শনিবার বিকালে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে এগিয়ে আসতে হবে।'

গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান শেখ, সাবেক সহ-সভাপতি ফিরোজ আকুঞ্জী, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরাফত হোসেন, বাগেরহাট জেলা যুবদলের সদস্য মাজহারুল ইসলাম রিপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে