বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বুটেক্সে দ্বিতীয়বার ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড অনুষ্ঠিত

বুটেক্স প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বুটেক্সে দ্বিতীয়বার ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড ২.০। এতে দেশের ৩৫টি ক্যাম্পাসের ৬শ'র বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই অলিম্পিয়াডকে সফল করতে বিভিন্ন ক্যাম্পাস থেকে প্রায় ৭০ জন শিক্ষার্থী ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্য থেকে ১০ জনকে শ্রেষ্ঠ ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন অকোটেক্স গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবদুস সোবহান সিআইপি ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার, ক্লাবটির মডারেটর ড. মোহাম্মদ ইমদাদ সরকার প্রমুখ।

প্রতিযোগিতা টিচারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে : টেক্সটাইল কেইস প্রতিযোগিতা, টেক্সটাইল কুইজ প্রতিযোগিতা (বহু নির্বাচনী ও ভাইভা), টেক্সটাইল পোস্টার প্রেজেন্টেশন এবং টেক্সটাইল কনটেন্ট রাইটিং। টেক্সটাইল কুইজ প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল। জুনিয়র ক্যাটাগরিতে প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এবং সিনিয়র ক্যাটাগরিতে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ক্লাবটির সাধারণ সম্পাদক তারেক হোসেন বলেন, 'বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব সাধারণত শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে থাকে। এই ক্লাবের যাত্রা ২০২৩ সালে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে