বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সমৃদ্ধি ও শান্তির দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আব্দুল কাদির

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সমৃদ্ধি ও শান্তির দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আব্দুল কাদির

বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, 'সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে।'

বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গত শনিবার বেলাবোতে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয়, সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা।

পথসভা শেষে বাজনাব ইউনিয়নে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও ইউনিয়নের আমৃতু্য সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় এবং হাসান হাফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে