জনসমাবেশ
\হনাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রম্ন জেরী। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ, সহ-সভাপতি সাশৈপ্রম্ন, বান্দরবানের যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী।
ফুটবল টুর্নামেন্ট
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর এলাকাবাসী ও মোকারম হোসেন সাগরের সার্বিক সহযোগিতায় ৮ টিমের ভবানীপুর নতুন হাট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১-০ গোলে হাবড়া লাল একাদশকে পরাজিত করে অপূর্ব একাদশ পার্বতীপুর জয়ী হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাবড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তফা জামান হায়দার হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাবড়া ইউনিয়নের সভাপতি সরদার অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাবড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী।
কম্বল বিতরণ
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন বাজার পাহারত নাইটগার্ডদের কম্বল বিতরণ করেছেন থানা ওসি শাহীন রেজা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন বাজারে উপস্থিত হয়ে তিনি কম্বলগুলো বিতরণ করেন। ওসি শাহীন রেজা জানান, তার নিজ উদ্যেগে তিনি কম্বল গুলি অসহায় ও দরিদ্র নাইটগার্ডদের মধ্যে বিতরণ করছেন। তিনি চলতি শীতে আরও কিছু কম্বল বিতরণ করবেন বলে জানান। এ সময় থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা করেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলা প্রশাসন। গত শনিবার ইউএনও পারভীন খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দরের কর্মকর্তা, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণী ও স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।
মতবিনিময়
ম গাইবান্ধা প্রতিনিধি
গণ অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খান সজিব এবং প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা মোন্নাফ। জেলা সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন প্রধান খোকন, সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়া, জেলা যুগ্ম সদস্য সচিব আমিনুর রহমান, জেলা ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক রিপন রবি, যুবনেতা আতিকুর রহমান, মোনারুল ইসলাম, তাহারুল ইসলাম।
মতবিনিময় সভা
ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) রজতজয়ন্তী উপলক্ষে শনিবার চাটখিলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে ও নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জিসপ'র কেন্দ্রীয় সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রতন ভূঁইয়া। জিসপ'র নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে মনোনীত হওয়ায় এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রতন ভূঁইয়াকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কমিটি গঠন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দিনাজপুর জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক। বিশেষ অতিথি ছিলেন রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাধো, সদস্য জেলা যুবদল ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম।
দিবস পালন
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'র আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' কমিটির সদস্য আমিনুল হক রেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোলস্না প্রমুখ।
প্রস্তুতি সভা
ম স্টাফ রিপোর্টার, নড়াইল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার উদ্দেশ্যে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল কবীর চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান তালুকদার সজীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামরান হাসান। আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাস্মদ আলী খান, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বেগ, সদস্য সচিব রেজওয়ান আহম্মেদ, নড়াইল পৌর কৃষক দলের আহ্বায়ক মাহাফুজুর রহমান।
মুক্ত দিবস
ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা হানাদার মুক্ত দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার একটি বর্ণাঢ্যর্ যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড শহীদ স্মৃতিসৌধে এসে শেষ হয়। পরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
ফুটবল টুর্নামেন্ট
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আন্তঃভূজপুর ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মধুমতী সবুজ ক্লাসিক একাদশকে ট্রাইবেকারে হারিয়ে জয় তুলে নেয় আলহাজ সুলাইমান মাহমুদ ফুটবল একাদশ। উপদেষ্টা মোহাম্মদ জহির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ইন্সপেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ঢাকা ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মাহিন উদ্দিন মুন্না। সংবর্ধিত অতিথি ছিলেন এমএ সুজন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দীন, শোয়াইব তালুকদার, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ হারুন প্রমুখ।
কমিটি গঠন
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় রোববার আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের ডিমলা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটি কর্তৃক অনুমোদিত ডিমলা উপজেলা কমিটিতে প্রভাষক হাফিজুর রহমান মানিককে আহ্বায়ক ও হালিমুল হোসেন রাসেলকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা পদে রয়েছেন নীলফামারী জেলা বিএনপি'র উপদেষ্টা আলহাজ অধ্যাপক রইছুল আলম চৌধুরী ও অন্য উপদেষ্টারা হলেন- রফিকুল ইসলাম রনি, আশিক উল ইসলাম লেমন, স্বপনুজ্জামান স্বপন ও আইয়ুব আলী প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া অফিসের উদ্যোগে স্পন্সরশিপের ২.০,ঈ৪উ এবং কার্যকর শিশু যোগাযোগের ওপর দক্ষতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার, মারিয়া মালোর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মিঠাপুকুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিনের মিঠাপুকুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, রুবেল হোসাইন সংগ্রাম। আলোচনায় শিশুদের যোগাযোগ এবং দক্ষতা বৃদ্ধিতে শিশু সাংবাদিকতায় শিশুদের সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
প্রতিষ্ঠাবার্ষিকী
ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে শিব দুর্গা দয়াময় আশ্রমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রী প্রভাত কান্তি পাল, প্রেসিডেন্ট সর্বধর্ম মিশন বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভরত থেকে আসা তপন কুমার চৌধুরী, প্রচারক সর্বধর্ম মিশন। আরও বক্তব্য রাখেন বিমল চন্দ্রপাল শিবদুর্গা দয়াময় আশ্রম, মোহনগঞ্জের সেক্রেটারি ও চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধ কমিটি মোহনগঞ্জ উপজেলা। উপস্থিত ছিলেন সুখরঞ্জন পাল, জয়দেবপুর, নারায়ণ কর্মকার, হরিদাস সরকার প্রমুখ।