'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা'- এ স্স্নোগানে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস/২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ওর্ যালি বের করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় গত সোমবার মানববন্ধন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি সামসুর রহমান চৌধুরী বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন। উপজেলা মহিলা সংস্থা কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির রঞ্জু রানী মন্ডল। উপস্থিত ছিলেন পত্নীতলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুলস্নাহ্, মহিলাবিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিলস্নুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে দিবসের আলোচনা সভায় ইউএনও ফারাশিদ বিন এনাম বলেন, 'দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। আসুন দুর্নীতি প্রতিরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।' অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, 'আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। তরুণ সমাজ এগিয়ে আসলে এদেশে খানিকটা হলেও দুর্নীতি ধীরে ধীরে কমে যাবে।' আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক তৌহিদ ফাত্তাহ, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, ডা. হাবিবুর রহমান, হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুবায়ের আহম্মেদ, প্রভাষক রেজাউর রাজিব প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে সোমবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও কোহিনুর জাহান। সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি মলিস্নক আ. সাত্তার। সাধারণ সম্পাদক প্রভাষক সজল আহমেদের পরিচালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মহিলাবিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, দুপ্রক সদস্য সাংবাদিক এম জাকির হোসেন প্রমুখ।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বানারীপাড়ায় উপজেলা দুপ্রক সহ-সভাপতি প্রশান্ত মলিস্নকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও বায়েজিদুর রহমান। গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কেএম সফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।