বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

খুলনায় পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার

আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার আদমদীঘিতে ইউপি সদস্যের মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
খুলনায় পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার
খুলনায় পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একজন নারীকে হত্যার পর দেহে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে, খুলনা ও ডুমুরিয়া থেকে তিন লাশ উদ্ধার এবং বগুড়ার আদমদীঘিতে ইউপি সদস্যের মৃতু্যর খবর পাওয়া গেছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

খুলনা অফিস জানায়, খুলনার দৌলতপুর এলাকা থেকে তামিম (১৬) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে। রিকশা চালক দৌলতপুর থানাধীন শিকারীর মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে।

1

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, তামিম পেশায় একজন রিকশা চালক। গত সোমবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ও ক্রাইমসিনের সদস্যরা এসে মরদেহের সুরতহাল তৈরির পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, ডুমুরিয়ায় বৈদু্যতিক তারে জড়িয়ে রেজাউল বাওয়ালী (৪০) নামের এক কৃষকের মৃতু্য হয়েছে। গত সোমবার রাতে মলমলিয়া গ্রামে বোরো বীজতলায় ইঁদুর মারার বৈদু্যতিক ফাঁদে আটকে তিনি মারা যান।

জানা যায়, ইঁদুরের আক্রমণ থেকে বীজতলা রক্ষায় শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের মামুন শেখ ও সিরাজ বাওয়ালী তাদের ক্ষেতে ঘটনার দিনে বিদু্যত সংযোগ দিয়ে রাখেন। তার পাশে ছিল রেজাউল বাওয়ালীর বোরো'র বীজতলা। তিনি সন্ধ্যার পর তার ক্ষেতে পানি দিতে গিে পাশের ক্ষেতের বিদু্যৎ সংযোগের তারে জড়িয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এদিকে, ডুমুরিয়ায় পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চেচুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জান্নাতুল জিয়াউর রহমান আকুঞ্জির মেয়ে।

জানা যায়, সকালে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জান্নাতুল। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে ভাসা অবস্থায় জান্নাতুলের লাশ উদ্ধার করে।

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর একটি বিড়ি কোম্পানীর বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি ফাঁকা মাঠের পাশে ঝোপের মধ্যে গাছে গলায় রশি দিয়ে ঝোলানো ছিল তার মরদেহ।

মঙ্গলবার বিকালে আশুলিয়ার নিরিবিলির স্মরণিকা বহুমুখী প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয় এক ব্যক্তি রান্নার লাকড়ি সংগ্রহ করতে এসে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়।

নিহত যুবকের নাম মো. শুভ(১৮)। তিনি যশোর জেলার কোতয়ালী থানার ভগমতিতলা গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি ধামরাই থানার ইসলামপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। নিরিবিলি ফাল্গুনী হাউজিং এলাকার নিউ মিঠু বিড়ি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরি করতেন।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর বিড়ি কোম্পানী থেকে কাজের উদ্দেশে বের হন শুভ। পরে ওইদিন দুপুরে সর্বশেষ তার মায়ের সঙ্গে কথা বলেন তিনি। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ ছিল। এরপর থেকেই নিখোঁজ শুভ। পরদিন শুভর বাবাকে নিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন বিড়ি কোম্পানীর ব্যবস্থাপক। পরে মঙ্গলবার দুপুরে শুভর মরদেহের খোঁজ মিলে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি অন্যকিছু তা এখনই বলা যাচ্ছে না।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে পিকনিক খাওয়া নিয়ে বিরোধের জেরধরে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক আজিজার রহমানের (৫৬) মৃতু্য হয়েছে। তিনি হার্ট এটাকে নাকি প্রতিপক্ষের আঘাতে মারা গেছেন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত রোববার রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। আজিজার রহমান ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। পুলিশ রাতেই আজিজার রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে